নিউজ ডেস্কঃ নারীর ক্ষমতায়ন ও বাল্য বিবাহ রোধে’ সিরাজগঞ্জের বিভিন্ন স্কুলের ছয়শ'ছাত্রীর মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। সাইকেল বিতরণ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের উদ্যোগে সিরাজগঞ্জ বিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু।
উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান,সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস,সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহান সিদ্দিকা,পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ,এফবিসিসিআই এর পরিচালক সারিতা মিল্লাত,অধ্যক্ষ প্রফেসর মোঃ মনোয়ার হোসন প্রমুখ। অনুষ্ঠান শেষে ছাত্রীরা শহরে একটি সাইকেল র্যানলি বের করে।