নিউজ ডেস্কঃ পাবনার সাঁথিয়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন দুই ভুয়া পরীক্ষার্থী। আজ শুক্রবার বিকেলে সাঁথিয়া ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। আটক দুই ভুয়া পরীক্ষার্থী হলেন- আমিনপুর থানার নুরুন্নবী (২৬) ও আতাইকুলা থানার শোলাবাড়িয়া গ্রামের নজির উদ্দিনের মেয়ে অনার্সের ছাত্রী সাবিনা খাতুন (২০)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,বিকেলে সাঁথিয়া ডিগ্রী কলেজে অনুষ্ঠিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ শ্রেণির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরীক্ষা ছিল। পরীক্ষাকেন্দ্রে সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আরাফাত রহমান ভুয়া পরীক্ষার্থী নুরুন্নবীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং সাবিনাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।