নিউজ ডেস্কঃ বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কবিতা লেখায় এক ছাত্রের মাথা অর্ধেক ন্যাড়া করে দিয়েছে একদল দুর্বৃত্ত। বিষয়টি থানায় লিখিত আরো অভিযোগ করেছেন ছেলেটির পিতা। জানা যায়, বগুড়ার শাহজাহানপুর উপজেলার ডোমনপুকুর কামিল মাদ্রাসার ছাত্র আবু তালহা প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে প্রশংসামূলক কবিতা লেখে। এ নিয়ে কতিপয় ব্যক্তি তালহাকে খুঁজে বের করে তারা মাথার সামনের অংশ ন্যাড়া করে দেয়। এছাড়াও ওই ছাত্রকে তারা হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছে ছেলেটির পরিবার। পরে তালহা পালিয়ে নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মিরের দেউলমুড়া গ্রামে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তার পিতা আব্দুল হালিম বগুড়ার শাহজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার বিকেলে দায়েরকৃত অভিযোগে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের জীবনের নিরাপত্তার দাবি করেছেন।