News71.com
 Bangladesh
 21 Aug 17, 11:06 AM
 1137           
 0
 21 Aug 17, 11:06 AM

শৃঙ্খলা ভঙ্গের দায় সিরাজগঞ্জে পুলিশের দুই এসআই ক্লোজড।।  

শৃঙ্খলা ভঙ্গের দায় সিরাজগঞ্জে পুলিশের দুই এসআই ক্লোজড।।   

নিউজ ডেস্কঃ শৃঙ্খলা ভঙ্গের দায় দেলোয়ার হোসেন ও মো. আশফাক নামে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের দুই এসআইকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খাঁন জানান,নিয়ম বহির্ভুতভাবে পুলিশের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় গতকাল রবিবার বিকেলে ওই দুই এসআইকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

বিভাগীয় তদন্তে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পেলে পরবর্তীতে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে,নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছেন,রায়গঞ্জ থানায় কর্মরত থাকাকালে এই দুই এসআই'র বিরুদ্ধে পকেটে ইয়াবা ঢুকিয়ে নিরীহ লোকজনকে হয়রানি ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতার অভিযোগের কারণেই তাদেরকে ক্লোজড করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন