News71.com
 Bangladesh
 30 Aug 17, 05:19 AM
 1096           
 0
 30 Aug 17, 05:19 AM

মানবতার বিরল দৃষ্টান্ত ।। বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলেন ৮ ভিক্ষুক

মানবতার বিরল দৃষ্টান্ত ।। বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলেন ৮ ভিক্ষুক

 


নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের এনায়েতপুরে বন্যার্ত অসহায়দের ত্রাণ সহায়তা ও ঈদের জন্য দুধ,চিনি,সেমাই বিতরণ করেন ৮ ভিখারী। তারা হলেন- দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ ভিখারী আরকান্দি চরের মল্লিক চাঁন কানা (৬৫),আজগড়া জামাত মোড়ের সোহরাব কানা (৬৫),গোপালপুরের ইন্নচ পাগলা (৬৫),সোনাতলার জয়নাল ন্যাংড়া (৬৫), শাহজাদপুরের বেনুটিয়ার হাতকাটা নুলা আক্কাছ (৬০),চৌহালীর ধুবুলিয়া চরের খালেক ন্যাংড়া (৭০),খোকশাবাড়ির মনছের ফকির (৮০) এবং ইমরান পাগলা (৫০)।

তারা গতকাল মঙ্গলবার বিকেলে এনায়েতপুরের কিশলয় কিন্ডার গার্টেন স্কুলে ত্রাণ বিতরণ করেন। তাদের সঙ্গে জড়িত হয় এলাকার কিছু ব্যবসায়ী,সংবাদকর্মী ও শিক্ষক। ভিক্ষুক জয়নাল ন্যাংড়া,নুলা আক্কাছ,মনছের ফকির বলেন,আমরা যায়া মন্ত্রী,এমপি,মেম্বার চেয়ারম্যান গোর কাছ থিকা রিলিপ নিছি। আজকে আমরাই দিলাম। খুব ফাইন ন্যাগত্যাছে। আমরা চেয়ারম্যান-মেম্বার গোর মত কিছুই মাইড়া দেই নাই। ব্যাবাক দিয়া দিছি। ব্যবসায়ী আখতারুজ্জামান তালুকদার জানান,আমরা ভিখারীদের অতিথি করেছি যাতে আগামীতে তাদের দেখে উদ্বুদ্ধ হয় অন্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন