নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন,বিএনপির আন্দোলন বাংলাদেশের জনগণ দেখেছে। তাদের আন্দোলন মানেই পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা। ভবিষ্যতে তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায়,তাহলে অতীতে জনগণ যেভাবে প্রতিহত করেছে, ভবিষ্যতেও প্রতিহত করবে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়ার বাসভবনে অসহায় ও দুস্থদের মধ্যে সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের কথা বলেন তিনি। বিএনপির সহস্রাধিক নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে বলে মির্জা ফখরুল ইসলামের করা অভিযোগের জবাবে হানিফ আরো বলেন,নিজেরা অবৈধ দখলদার বলেই আওয়ামী লীগের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করছে।