নিউজ ডেস্কঃবগুড়ার সান্তাহারে ট্রেনের ছাদে করে বাড়ি ফেরার পথে ওভার ব্রীজের সাথে ধাক্কা লেগে গোলাম রসুলের (২৩) মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ভোরে দিনাজপুরগামী দ্রুতযান ট্রেন টি রানীনগর রেলওয়ে ষ্টেশন অতিক্রম করার সময় ওভার ব্রীজের সাথে ধাক্কায় ওই দূর্ঘটনা ঘটে।নিহত রসুল জয়পুরহাট জেলার বেল আমলা গ্রামের ছবির উদ্দিনের ছেলে।
বগুড়ার সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ভোর ৫ টায় দিনাজপুরগামী দ্রুতযান ট্রেনটি রানীনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ওভার ব্রীজের সাধে ধাক্কা লেগে সে মারা যায়।জিআরপি পুলিশ ওই ট্রেনের ছাদ থেকে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।