নিউজ ডেস্কঃ মায়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বরোচিত নির্যাতন বন্ধ ও দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচির শান্তিতে পাওয়া নোবেল পুরষ্কার প্রত্যাহারের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় সামাজিক সংগঠন 'বেলা শেষে' নারী কল্যাণ কেন্দ্রের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শহরের নওযোয়ান মাঠ সংলগ্ন প্রধান সড়কে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির চেয়ারম্যান তসলিমা ফেরদৌস, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাডভোকেট মহশিন রেজা, জেলা প্রেস ক্লাবের সভাপতি ইমরুল কায়েসসহ গণমান্য ব্যক্তিরা।
বক্তারা মায়ানমার জুড়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চলা বর্বরোচিত নির্যাতন বন্ধসহ সুচির শান্তিতে পাওয়া নোবেল পুরষ্কার প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি বিশ্ব নেতাদের এক হয়ে মায়ানমারে রোহিঙ্গাদের পাশে দাড়ানোর অনুরোধ জানান।