News71.com
 Bangladesh
 04 Sep 17, 07:34 AM
 988           
 0
 04 Sep 17, 07:34 AM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আম বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায় ।।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আম বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায় ।।

 

নিউজ ডেস্কঃ ভাবা যায়! একটি আমের দাম ৩৩ হাজার টাকা। তাও আবার আমের রাজধানী-খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। ঘটনাটা কী! শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজু জানান, গত শনিবার সকালে দুলর্ভপুর ইউনিয়নের কালুপুর মধ্যপাড়া ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায়ের পর সেখানের বাগানের আম গাছে ঝুলে থাকা একটি হিমসাগর আম দেখে সেটি ডাকে তোলেন ঈদগাহের ঈমাম হাবিবুর রহমান ।

ঈদগাহ কমিটির সেক্রেটারি রুহুল আমিন প্রথমে আমটির দাম একশ' টাকা বলেন। নিলামের এক পর্যায়ে আমটির দাম গিয়ে ঠেকে ২৪ হাজার টাকায়। এলাকার জোহাক মণ্ডলের ছেলে ও বিশিষ্ট ব্যবসায়ী মেহেরুল ইসলাম এই দাম হাঁকার পরপরই কালোপুর উত্তরপাড়ার ফজলুর রহমানের ছেলে জহির রায়হান ও ফজলু বিশ্বাসের ছেলে আব্দুল করিমসহ কয়েকজন মিলে আমটির দাম ৩০ হাজার টাকা বললে আমটি তাদের কাছেই বিক্রি করে ঈদগাহ কতৃপর্ক্ষ । কিন্তু আমটি কেনার পর তারা সেটি ঈদগাহে দান করেন। পরে সেটি ৩ হাজার টাকায় কেনেন মেহেরুল ইসলাম। সব মিলিয়ে আমটি বিক্রি করে ঈদগাহ কর্তৃপক্ষ পায় ৩৩ হাজার টাকা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন