News71.com
 Bangladesh
 04 Sep 17, 11:07 AM
 1074           
 0
 04 Sep 17, 11:07 AM

বগুড়ার ধুনটে নারী বিউটিশিয়ান ও তার প্রভাষক ভাইকে জনসম্মুখে পেটালেন মেয়র।।

বগুড়ার ধুনটে নারী বিউটিশিয়ান ও তার প্রভাষক ভাইকে জনসম্মুখে পেটালেন মেয়র।।


নিউজ ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলায় এবার নারী বিউটিশিয়ানসহ এক প্রভাষককে জনসম্মুখে পিটিয়ে আবারও আলোচিত হলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর সভার মেয়র এজিএম বাদশাহ্। আজ বিকালে ধুনট পৌর এলাকার অফিসারপাড়া এলাকায় মেয়র বাহিনীর গণধোলাই থেকে ওই নারী বিউটিশিয়ানসহ তিনজনকে উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে,ধুনট উপজেলার বাকশাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে লিটন মিয়ার সাথে গত ৭বছর আগে চান্দারপাড়া গ্রামের সিরাজুল হকের মেয়ে শারমিন আকতার ছবির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক কণ্যা সন্তান রয়েছে। কিন্তু দীর্ঘদিন যাবত লিটন মিয়া প্রবাসে থাকায় এবং ভরণপোষণ না দেওয়ায় শারমিন আকতার তিন মাস আগে তাকে ডিভোর্স দেয়। জীবিকার তাগিদে শারমিন আকতার পৌর এলাকার অফিসারপাড়া এলাকায় সাথি বিউটি পার্লারের ব্যবসা করছেন।

আজ বিকালে লিটন মিয়ার বড় ভাই গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম ধুনট অফিসারপাড়া এলাকায় শারমিন আকতারের ভাড়া বাসা থেকে সব আসবাবপত্র বের করার চেষ্টা করে। এসময় শারমিন আকতার ও তার চাচাতো ভাই আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক আবু সালাম তুহিন ও তার ভাই তুষার মেম্বার রফিকুলকে বাধা দেওয়ার চেষ্টা করলে উভয়র পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। পরে রফিকুল পৌর মেয়রকে বিষয়টি অবগত করলে তিনি ছুটে যান ঘটনাস্থলে। সেখানে গিয়ে উভয়পক্ষের কথা শোনার আগেই পৌর মেয়র এজিএম বাদশাহ্ উত্তেজিত হয়ে প্রভাষক তুহিন ও তার ভাই তুষারকে জুতা খুলে মারধর করতে থাকে। এসময় বাধা দিতে বিউটিশিয়ান শারমিন আকতারকে রাস্তার ওপরই জনসম্মুখে পেটাতে থাকেন মেয়র ও মেয়র পত্নী। শুধু মেয়র ও মেয়র পত্নীই তাদেরকে পিটিয়ে ক্ষান্ত হয়নি তার বাহিনী দিয়েও তাদেরকে গণধোলাই দেওয়া হয়েছে। পরে ঘটনাস্থলে উপস্থিত দুই পুলিশ অফিসার তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বিউটিশিয়ান শারমিন আকতার বলেন,একজন জনপ্রতিনিধি হিসেবে মেয়রকে বিচার দিয়েছিলাম। কিন্তু মেয়র কোন বিচার না করে আমার ঘর থেকে আসবাবপত্র বের করে নিয়ে যাওয়ার হুকুম দিয়েছেন। আর এতে বাধা দেওয়ায় তিনি ও তার স্ত্রীসহ তার বাহিনী আমাদেরকে জনসম্মুখে বেদম মারপিট করেছে। আমরা এঘটনার বিচার চাই। তবে এবিষয়ে পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ জানান বিষয়টি নিজেদের পারিবারিক তাই এব্যাপারে তিনি কিছু বলবেন না। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে। এবিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন