News71.com
 Bangladesh
 15 Sep 17, 07:18 AM
 1048           
 0
 15 Sep 17, 07:18 AM

নওগাঁয় ডিগ্রি পরীক্ষার উত্তরপত্র জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেপ্তার।।  

নওগাঁয় ডিগ্রি পরীক্ষার উত্তরপত্র জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেপ্তার।।   

নিউজ ডেস্কঃ নওগাঁয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭ সালে অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস কোর্স পরীক্ষার উত্তরপত্র জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের পক্ষে আজ শুক্রবার দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। ব্রিফিংয়ে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে মান্দা থানার কুসুম্বা মসজিদ এলাকা থেকে মান্দা উপজেলার বৈলশিং গ্রামের মোবারক হোসেনর ছেলে হোসেন আলীকে আটক করে পুলিশ। তার কাছ থেকে চারটি উত্তরপত্র পাওয়া গেছে। পরে তার জবানবন্দি অনুযায়ী ওইদিন রাতে নওগাঁ শহরের সরকারি কলেজের গেইট এলাকা থেকে সদর উপজেলার চকরামচন্দ্র গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তার নিকট থেকে পাওয়া গেছে ১৮টি ব্ল্যাংক উত্তরপত্র।

এ ব্যাপারে শুক্রবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার মো. ইকবাল হোসেন সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন,সদর মডেল থানার ওসি তোরিকুল ইসলাম এবং মান্দা থানার ওসি আনিছুর রহমান উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মো. ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন,ঘটনার মুল রহস্য উদঘাটন এবং জালিয়াতি চক্রের মূল হোতাসহ অন্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার বিষয়ে ব্যাপক তদন্ত অব্যাহত রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন