News71.com
 Bangladesh
 29 Oct 17, 06:14 AM
 1121           
 0
 29 Oct 17, 06:14 AM

পাবনার সাঁথিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৩০।।  

পাবনার সাঁথিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৩০।।   

নিউজ ডেস্কঃ পাবনার সাঁথিয়া উপজেলার বহালবাড়িয়া এলাকায় দুটি যাত্রীবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আজ রবিবার দুপুর ১টার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত বাসযাত্রীদের পাবনা জেনারেল হাসপাতাল ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এদিকে উদ্ধারকাজে অংশ নেওয়া এক ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান,আজ দুপুরে বহালবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংষর্ষ বাধে পরিবহন বাস দুটির। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়। তিনি আরও জানান,আহত যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন গাড়ির মধ্যে আটকে রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। এ ছাড়া মাধবপুর হাইওয়ে ও আতাইকুলা থানা পুলিশ আহত যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন