নিউজ ডেস্কঃ নওগাঁর সাপাহারে পাঁচ শিশুসহ ১৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ সোমবার সকালে উপজেলার সীমান্তবর্তী এলাকা মধুইল বাজার থেকে তাদের উদ্ধার করা হয়।বিজিবি জানায়, সকালে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মধুইল বাজার থেকে একটি বাস নওগাঁর উদ্দেশে ছাড়ছিল। এ সময় পাঁচ শিশু, চার নারী এবং ছয়জন পুরুষ তড়িঘড়ি করে বাসে ওঠেন। তারা বাংলাদেশি নন বলে সন্দেহ হলে স্থানীয়রা সাপাহার ১৪ বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেন। এ ব্যাপারে ১৪ বিজিবির কোমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খিজির খাঁ জানান, ওই ১৫ জন রোহিঙ্গা বলে নিশ্চিত হলেও তারা আসলে কোথা থেকে এসেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের স্থানীয় খঞ্জনপুর কম্পানি ক্যাম্পে রেখে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।