News71.com
 Bangladesh
 28 Nov 17, 06:02 AM
 1111           
 0
 28 Nov 17, 06:02 AM

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযান শেষ, নিহত ৩।।  

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযান শেষ, নিহত ৩।।   

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন রাজশাহী র্যা বের মিডিয়া উইয়িংসের পরিচালক মুফতি মাহমুদ। আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। পদ্মা নদীর ওপারে চর আলাতুলি ইউনিয়নের মধ্যচর এলাকার এই আস্তানাটিতে আজ মঙ্গলবার ভোর রাতে র্যা ব অভিযান চালাতে গেলে গোলাগুলির ঘটনা ঘটে। পরে বিস্ফোরণে বাড়িটিতে আগুন ধরে যায়। সকাল ১০টার দিকে র্যালবের ১২ সদস্যের বোমা নিস্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। মুফতি মাহমুদ জানান,জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ শক্তিশালী বিস্ফোরক,১২টি মক্তিশালী ডেটোনেটর ও হাত গ্রেনেড নিস্ক্রিয় করা হয়েছে। এ সময় আস্তানার ভিতরে তিনটি মৃতদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকার মীরপুরে গ্রেফতারকৃত জঙ্গি সদস্য আব্দুল্লাহর দেওয়া তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলি জঙ্গি আস্তানায় র্যা্ব অভিযান চালায় বলেও জানান ওই কর্মকর্তা। এর আগে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন র্যাঅবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) আনোয়ার লতিফ। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে র্যা বের এডিজি চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানা এলাকায় এসে পৌঁছান। জিজ্ঞাসাবাদের জন্য গোদাগাড়ী উপজেলার সাহাব্দীপুর থেকে বাড়িটির মালিক রাশিকুল ইসলাম,তার স্ত্রী নাজমা বেগম ও তার শ্বশুর খোরশেদ আলমকে আটক করা হয়েছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন