নিউজ ডেস্কঃ রাজশাহীর পদ্মার চরের একটি স্থানে থেকে প্রাকৃতিক গ্যাস উঠছে। ওই গ্যাসেই ছোট খাট রান্না করছেন মাঝিরা। প্রায় এক সপ্তাহ ধরে অনবরত গ্যাস উঠলেও বিষয়টি জানে না স্থানীয় প্রশাসন কিংবা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) কর্মকর্তারা। জানা গেছে,মহানগরীর শ্রীরামপুর এলাকার পদ্মার পাড়ে এই গ্যাস উঠছে। রান্নার সুবিধার্থে মাঝিরা পাশাপাশি পাঁচটি লোহার পাইপও পুঁতেছেন। এর মধ্যে ইট দিয়ে একটি পাইপের চারপাশ ঘিরে চলছে রান্নাবান্নার কাজ। বাকি চারটি পাইপের মুখ বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি দেখতে ভিড় জমাচ্ছেন আশপাশের মানুষ।
তবে আজ শুক্রবার দুপুর পর্যন্ত প্রশাসন কিংবা গ্যাস কোম্পানির কোনো লোকজন সেখানে যান নি। এ বিষয়ে জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ ও পিজিসিএলের কর্মকর্তাদের সাথে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিজবিদ্যা বিভাগের প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপু বলেন, নদীপাড়ের ওই গ্যাসের অর্থনৈতিক কোনো ভিত্তি নেই। এর মজুত খুব কম। কয়েকদিনের মধ্যেই তা শেষ হয়ে যাবে। তবে এক সঙ্গে অতিরিক্ত গ্যাস বের হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। তিনি আরও বলেন,এ ধরনের গ্যাসকে বলা হয় ‘বোগ’ গ্যাস। দীর্ঘদিন ধরে জলাশয়ের তলদেশে জমে থাকা শামুক,গাছের পাতা ও কাঠের গুড়ি পঁচে এ ধরনের গ্যাস তৈরি হতে পারে। সাধারণত এসব গ্যাসের মজুত থাকে খুব কম।