নিউজ ডেস্কঃ বগুড়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পথচারী।আজ শুক্রবার বিকেলে শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।মানিকগঞ্জের সবুজদিয়া পাটুরিয়া গ্রামের আব্দুল জলিল। বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আশুতোষ বিষয়টি নিশ্চিত করেছেন। এসআই আশুতোষ তিনি জানান, চারমাথা বাস টার্মিনাল থেকে রংপুরে যাওয়ার জন্য বগুড়া-রংপুর মহাসড়কের পাশে তারা দাঁড়িয়েছিলেন।এসময় বিপরীতমুখী একটি মালবাহী ট্রাক চার পথচারীকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলেই দুই পথচারী নিহত হন।আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।