নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে ছয় ছাত্র আটক হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে পুলিশ লাইন্স পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করে পুলিশ।আটকরা হলেন- ঢাকা কলেজের রাষ্ট্র বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র সমসের আলী, সাউথইস্ট ইউনিভার্সিটির সিভিল তৃতীয় বর্ষের ছাত্র সোহানুর রহমান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান তৃতীয় বর্ষের ছাত্র ইমরুল ইসলাম, ঢাকা কলেজের ইংরেজির ছাত্র পলাশ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের ছাত্র তাসরিফ আল ও আনন্দমহন সরকারি কলেজের ইংরেজি প্রথম বর্ষের ছাত্র রাসেল আহম্মেদ
চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, পুলিশ কনস্টেবল নিয়োগে পুলিশ লাইন মাঠে মঙ্গলবার ছিল লিখিত পরীক্ষা।শিবগঞ্জ উপজেলার ছয় জন প্রার্থীর হয়ে আটকরা পুলিশ সুপারের স্বাক্ষর জাল এবং ছবি পরিবর্তন করে পরীক্ষায় অংশ নেয়।এতে তাদের সন্দেহ হয়।এসময় অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় তাদের আটক করা হয়।আটক ছয়জনকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।