News71.com
 Bangladesh
 13 Mar 18, 06:43 AM
 1174           
 0
 13 Mar 18, 06:43 AM

রাজশাহী মহানগরীতে টাকা ছাড়া মাংস নিতে গিয়ে আটক হলেন ভুয়া মেজর।।

রাজশাহী মহানগরীতে টাকা ছাড়া মাংস নিতে গিয়ে আটক হলেন ভুয়া মেজর।।

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে সেনা বাহিনীর মেজর পরিচয় দিয়ে মাংস নিয়ে প্রতারণার দায়ে আফজাল মিনহাজ সংগ্রাম (৪৮) নামের এক ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছেন। গতকাল সোমবার রাতে পুলিশ তাকে রামেক হাসপাতালের সামনে থেকে আটক করেছে। তার বাড়ি নাটোরর বড়াইগ্রাম উপজেলার চন্ডিপুর এলাকার এরশাদ আলীর ছেলে। জানা গেছে,গতকাল সোমবার বিকেলে হড়গ্রাম বাজারের এক মাংস বিক্রেতার কাছ থেকে ১০ কেজি মাংস নেন মিনহাজ। এরপর বিক্রেতা টাকা চাইলে তিনি নিজেকে র্যােবের মেজর পরিচয় দিয়ে চলে যান। পরে তারা বিষয়টি রাজপাড়া থানাকে জানালে পুলিশ তাকে হাসপাতাল বহির্বিভাগের সামনে থেকে আটক করে। রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন,জিজ্ঞাসাবাদে সংগ্রাম বলেন তিনি সেনা সদস্য ছিলেন। ২০০৫ সালে তার চাকরির মেয়াদ শেষ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন