News71.com
 Bangladesh
 16 Mar 18, 05:42 AM
 1172           
 0
 16 Mar 18, 05:42 AM

চাঁপাইনবাবগঞ্জে আদালতে হাজিরা শেষে বাড়ী ফেরার পথে অপহৃত তিনজনকে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে আদালতে হাজিরা শেষে বাড়ী ফেরার পথে অপহৃত তিনজনকে উদ্ধার

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বেলেপুকুর আনসার ক্যাম্প এলাকার একটি আমবাগান থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দামু দিয়াড়ের ফারুক আহমেদ ও জামাল উদ্দীন ও রানিহাটি এলাকার রিটন আলী। চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই গোলাম রসুল জানান, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দামুদিয়াড় এলাকার আবদুল মান্নান, লাল মাহমুদ, ইব্রাহিম ও গুমানি হক নামে চারজন গতকাল বৃহস্পতিবার একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সার্কিট হাউস মোড় এলাকা থেকে ৮-৯ জন তাদেরকে মোটরসাইকেলে তুলে নিয়ে বেলেপুকুর আনসার ক্যাম্পের পেছনে একটি নির্জন বাগানে আটকে রাখে।

একপর্যায়ে অপহরণকারীরা মোবাইল ফোনে চারজনের পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে অপহৃতদের একজন আবদুল মান্নান কৌশলে পালিয়ে যান। তিনি ঘটনাটি গোয়েন্দা পুলিশকে জানালে পুলিশ টাকা দেওয়ার কথা বলে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বেলেপুকুর আনসার ক্যাম্প এলাকার ওই আমবাগানে অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করে পুলিশ। এ সময় ৫-৬ জন পালিয়ে গেলেও তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন