নিউজ ডেস্কঃ নগরবাড়ি-বগুড়া মহাসড়কে ৪০ টন মালবাহী একটি ট্রাক উল্টে পড়ে গতকাল মঙ্গলবার রাত থেকে সৃষ্টি হওয়া তীব্র যানজট এখনো রয়েছে। প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা। আজ বুধবার সকালে যানজটের তীব্রতা আরও বেড়ে যায়। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর-চান্দাইকোনা বাজার মহসাড়কের বিভিন্ন স্থানে খানা-খন্দ থাকায় গতরাত থেকেই এই তীব্র যানজটের সৃষ্টি হয়। উত্তরাঞ্চল ও ঢাকাগামী বাস ও অন্যান্য যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে। ২০ কিলোমিটার পথ পারি দিতে চার/পাঁচ ঘণ্টা লেগে যাচ্ছে। এদিকে মহাসড়কে যানজট থাকায় অনেক যানবাহন বিভিন্ন আঞ্চলিক রুট দিয়ে সিরাজগঞ্জ শহর হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে উঠছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,হাটিকুমরুল গোলচত্বর এলাকায় জবা দইঘরের সামনে মহাসড়কে খানা-খন্দ রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে যানবাহনের প্রচুর চাপ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের (বগুড়া জোন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদ উল্যাহ বলেন,মহাসড়কের কিছু স্থানে খানা-খন্দ সংস্কার কাজের জন্য এক লেন বন্ধ করে দেওয়ায় সকাল থেকে যানজটের তীব্রতা বেড়েছে। এছাড়াও জবা হোটেলের সামনে মহাসড়কের উপরেই প্রায় ৪০ টন মালবাহী একটি ট্রাক উল্টে পড়ে আছে। এর চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় ট্রাকটি সরানো যাচ্ছে না। এতে যানজটের তীব্রতা আরও বেড়ে গেছে। তবে পুলিশ তা নিরসনে কাজ করে যাচ্ছে।