News71.com
 Bangladesh
 24 Mar 18, 11:34 AM
 1156           
 0
 24 Mar 18, 11:34 AM

সিরাজগঞ্জে নলকা সেতুর ২ লেনই সচল ,যাত্রীবাহী ও হালকা গাড়ী চলাচল শুরু

সিরাজগঞ্জে নলকা সেতুর ২ লেনই সচল ,যাত্রীবাহী ও হালকা গাড়ী চলাচল শুরু

নিউজ ডেস্কঃ বালুর বস্তার সাপোর্ট দিয়ে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা ব্রিজের দুটি লেন খুলে দেওয়া হয়েছে। এর ফলে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। আজ শনিবার ভোরে রায়গঞ্জ উপজেলার নলকা ব্রিজের ফাটল ধরা গার্ডারের নিচে বালুর বস্তার সাপোর্ট দেওয়া শেষ হলে সেতুর দুটি লেনই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে । এরপরই যানজট নিরসন হতে থাকে। সকাল ৯টার পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এর আগে গতকাল শুক্রবার রাতে নলকা ব্রিজের পূর্বপারের শেষ গার্ডারে ফাটল দেখা দেওয়ায় একটি লেন বন্ধ করে দেওয়া হয়। ফলে নলকা ব্রিজের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উপ সহকারী প্রকৌশলী এ কে এম জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,ভোর রাতে ফাটল ধরা গার্ডারের নিচে বালুর বস্তা ও বেইলি সেতুর ঢেকিং দিয়ে সাপোর্ট দেওয়া হয়। এরপর দুটি লেনই যান চলাচলের জন্য সচল করা হয়। তিনি আরও বলেন,ব্রিজটি পরিদর্শনে সওজের ব্রিজ ডিজাইন ইউনিটের বিশেষজ্ঞ টিম সকালেই এসে পৌঁছার কথা রয়েছে। তারা পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্ত দেবেন আমরা সে মোতাবেকই কাজ করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন