নিউজ ডেস্কঃ পূর্ব শক্রতার জেরধরে বগুড়ার সারিয়াকান্দিতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক মোজাফ্ফর শেখ (৫৭) নিহত হয়েছে।নিহত মোজাফ্ফর শেখ সারিয়াকান্দি উপজেলার দিঘাপাড়া গ্রামের মৃত কিয়াস উদ্দিন শেখের পুত্র।আজ সোমবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে শজিমেক লাশের ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশ জানায়,গতকাল রবিবার রাতে মোজাফ্ফর উপজেলার হাসনাপাড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে তার ছেলে শামীমকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। পথে যমুনা নদীর হাসনাপাড়া স্পারের অদূরে চরদিঘাপাড়া গ্রামের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।
স্থানীয় বাসিন্দারা এবং পথচারিরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শজিমেকে নেয়ার পথে সে মারা যায়।হামলার শিকার থেকে বেঁচে যাওয়া তার ছেলে শামীম জানান, ১০/১২ জন মুখোশপড়া হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাবার উপর হামলা করে এবং এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।বগুড়ার সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিহেতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি কৃষি কাজ করতেন। খুনের ঘটনাটি রহস্যজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।