News71.com
 Bangladesh
 07 Apr 18, 06:31 AM
 1186           
 0
 07 Apr 18, 06:31 AM

ছোট বোনের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে বড় বোন জেলে।।

ছোট বোনের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে বড় বোন জেলে।।

নিউজ ডেস্কঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় ছোট বোনের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে দিয়ে ধরা পড়ে কারাগারে গেলেন বড় বোন।আজ শনিবার দুপুরে উপজেলার বানেশ্বর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছর সাজা দিয়ে বিকেলে কারাগারে পাঠানো হয়।আটক ভুয়া পরীক্ষার্থীর নাম সাদিয়া খাতুন (২২)। তিনি পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্র জামিরা গ্রামের ইছাহক আলীর মেয়ে এবং বানেশ্বর ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।

রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) রাকিবুল হাসান জানান, এইচএসসির ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় ছোট বোনের হয়ে অংশ নিয়েছিলেন সাদিয়া। পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শক তাকে ধরে আটকে রাখে। পরে পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় সাদিয়া দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবদুল্লাহ আল মাহমুদ তাকে এক বছরের কারাদণ্ড দেন।পরে আদালতের নির্দেশে সাদিয়াকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক রাকিবুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন