News71.com
 Bangladesh
 08 Apr 18, 10:32 AM
 1247           
 0
 08 Apr 18, 10:32 AM

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ২।।

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ২।।


নিউজ ডেস্কঃ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় চালক ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।নিহতরা হলেন, নাটোর জেলার বড়াই গ্রাম ইকুরিয়া গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে শাহজাহান আলী (৫০) ও একই উপজেলার মারিয়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে শামছুল (৫০)।আজ রবিবার বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে দুইজন মোটরসাইকেলযোগে বনপাড়া যাচ্ছিল। পথে গোজা ব্রীজ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস মোটরসাইকেলসহ দুইজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন