News71.com
 Bangladesh
 18 Apr 18, 10:22 AM
 1138           
 0
 18 Apr 18, 10:22 AM

নাটোরের সিংড়ায় ছাদ থেকে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু।।

নাটোরের সিংড়ায় ছাদ থেকে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ নাটোরের সিংড়ায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে চলনবিল আতাহার আলী সুপার মার্কেটের স্বত্বাধিকারী সাবেক ইউপি সদস্য মো. আতাহার আলী (৭০) নিহত হয়েছেন।আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের পাড়াজয়নগর মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আতাহার আলী ওই মহল্লার মৃত জমির প্রামানিকের ছেলে। তিনি সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বিকেলে আতাহার আলী চলনবিল আতাহার আলী সুপার মার্কেটের ভবনের পাঁচ তলার কাজ দেখতে যান। এসময় অসাবধানতা বশত ছাদ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন