News71.com
 Bangladesh
 12 May 18, 07:27 AM
 1157           
 0
 12 May 18, 07:27 AM

৫০ কোটি ৩৯ লাখ ১৭ হাজার টাকার বাজেট ঘোষণা করল বগুড়া পৌরসভা।।

৫০ কোটি ৩৯ লাখ ১৭ হাজার টাকার বাজেট ঘোষণা করল বগুড়া পৌরসভা।।

নিউজ ডেস্কঃ বগুড়া পৌরসভার আগামী ২০১৮-১৯ অর্থ-বছরে বাজেট উপস্থাপন করা হয়েছে। ৫০ কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৬৬৩ টাকার বাজেট ঘোষণা করা হয়। প্রস্তাবিত বাজেটে পৌর কর বৃদ্ধির মাধ্যমে আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে বাজেট উপস্থাপন করেন মেয়র অ্যাডভোকেট একে এম মাহবুবর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম, পৌর সচিব ইমরোজ মুজিব, হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, বগুড়ার পৌরসভার প্যানেল মেয়র নিলুফা কুদ্দুস,কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী, আরিফুর রহমান আরিফ, রোস্তম আলী প্রমুখ।

বাজেট বক্তব্যে মেয়র অ্যাড. মাহবুব বলেন,পৌর এলাকার সকল কাঁচা রাস্তা কার্পেটিং/সোলিং/সিসি রাস্তায় পরিণত করতে প্রায় ২০০ কোটি টাকার প্রয়োজন। পৌর এলাকায় জেলা পরিষদের ৭টি রাস্তা মেরামতের অনুরোধ জানানো হয়েছে। সার্কিট হাইস থেকে সাতমাথা পর্যন্ত বিদ্যমান ফুটপাত প্রসস্তকরণ ও আধুনিকীকরণসহ আগামী অর্থ-বছরে আরও নতুন ফুটপাত নির্মাণ করা হবে। শহরের সাত মাথায় যানজট নিরসনে সড়ক,মহাসড়ক বিভাগ কর্তৃক ডিভাইডার নকশা বাস্তবায়ন ও সাতমাথার একটি ফুটওভার ব্রীজ নির্মাণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন