News71.com
 Bangladesh
 04 Jul 18, 05:38 PM
 1477           
 0
 04 Jul 18, 05:38 PM

রাজশাহীতে পুলিশের ভুয়া এএসআইসহ গ্রেফতার তিন প্রতারক

রাজশাহীতে পুলিশের ভুয়া এএসআইসহ গ্রেফতার তিন প্রতারক

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর কাঠালবাড়িয়া থেকে পুলিশের এক ভুয়া এএসআইসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে আটকদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরা হলো,নগরীর কাঠালবাড়িয়ার হাসান বাকী আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ জুনায়েদ (১৯),গুড়িপাড়ার আব্দুল রাজ্জাকের ছেলে রকি (৩০) ও মালদা কলোনীর আব্দুল মালেক (৩০)। পুলিশ জানায়,নগরীর মালদা কলোনীর মালেকের সঙ্গে গুড়িপাড়ার জনৈক নারীর বিবাহ বিচ্ছেদ ঘটে। গত সোমবার দুপুরে জুনায়েদ একটি মোটরসাইকেল নিয়ে গুড়িপাড়ার ওই নারীর বাসায় গিয়ে নিজেকে কাশিয়াডাঙ্গা থানার এএসআই নাজমুল পরিচয় দেয়। এ সময় সে ওই নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার কথা বলে গ্রেফতারের হুমকি দিয়ে চলে যায়। পরে সে মোবাইলে ওই নারীর কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে আজকের মধ্যেই তাকে গ্রেফতারের হুমকি দেয়।

বিষয়টি জানতে ওই নারী তার মাকে নিয়ে কাশিয়াডাঙ্গা থানার ওসির কাছে যান। নিজ থানার কোনো পুলিশ সদস্য এ কাজে জড়িত নয় নিশ্চিত হয়ে ওসি জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন। থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ আলী কৌশলে আজ বুধবার দুপুরে কাঠালবাড়িয়া মোড় থেকে মোটর সাইকেলসহ ভুয়া এএসআই ও তার সহযোগীকে থানায় নিয়ে আসেন। তাদের তথ্যের ভিত্তিতে ওই নারীর পূর্বের স্বামী মালেককেও গ্রেফতার করা হয়। আজ বুধবার বিকেলে সকলকে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলাম জানান,পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আজ বুধবার দুপুরে তাদের কাঠালবাড়িয়া মোড় থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী মালদা কলোনি থেকে আরেকজনকে আটক করা হয়। বিকেলে সকলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন