নিউজ ডেস্ক: প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয় উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া। আজ শুক্রবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের উপস্থিতিতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। গত বুধবার (২৫ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক জাকারিয়াকে রাবির দ্বিতীয় উপ-উপাচার্য পদে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এ বিষয়ে উপাচার্য বলেন, এর আগে দুজন উপ-উপাচার্যের বিষয়ে সরকারের কাছে আবেদন করা হয়নি। আমাদের প্রশাসন আবেদন করেছে। দুজন উপ-উপাচার্য হওয়ায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজ আরও গতিশীল হবে। সদ্য দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক জাকারিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আমি চেষ্টা করবো। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক কাজে আমি নিজেকে সবসময় নিয়োজিত রাখবো।