নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ ১৭৩ নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সদর থানার উপ পরিদর্শক এসআই জিমেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংঘর্ষের পরই পুলিশ অভিযান চালিয়ে নাহিদ রায়হান দিগন্ত,ওমর ফারুক ও ফরিদুল ইসলাম নামে তিনজনকে পুলিশ আটক করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দাউদ জানান,পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিএনপি প্রার্থী রোমানা মাহমুদ নিজ বাসা থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের যাবার পথে ইবিরোড মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে রোমানা মাহমুদসহ দলের ২০ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। সংঘর্ষ চলাকালে ইটপাটকেলের আঘাতে পুলিশের ৪ সদস্য আহত হয় এবং একটি গাড়ির গ্লাস ভেঙে যায়।