নিউজ ডেস্কঃ বগুড়ায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও কাঠ বোঝাই ভটভটির মধ্যে সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত এবং দুই জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় শহরতলির মানিকচক এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের একজন হলেন বগুড়া সদরের কদিমপাড়ার মৃত কাশেম আলীর ছেলে মাজের আলী (৬২)। তাৎক্ষণিকভাবে বাকি দুই জনের নাম জানা যায়নি।
ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল আজিজ জানান, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরতলির মানিকচক এলাকায় মহাসড়কে অন্ধকারের মধ্যে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা এবং কাঠবোঝাই ভটভটির মধ্যে সংঘর্ষ হয়। অবৈধভাবে চলাচলকারী যান দুটি মহাসড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৩৫) মারা যান। আহত চার জনের মধ্যে শিশুসহ তিনজনকে শহরতলির ছিলিমপুরে বগুড়া শজিমেক হাসপাতাল এবং বৃদ্ধ মাজের আলীকে শহরের সেউজগাড়ী এলাকায় বগুড়া নার্সিং হোমে ভর্তি করা হয়। মেডিক্যালে ভর্তির পর ৫ বছর বয়সী এক শিশু মারা যায়। আহত দুই জন চিকিৎসাধীন রয়েছেন।