নিউজ ডেস্কঃ রাজশাহীর তানোর উপজেলার বহরইল গ্রামে অজ্ঞাত রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে ওই গ্রামে ৬ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গতকাল রবিবার ভোরে মারা গেছেন এক পল্লী চিকিৎসক। এছাড়া রবিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার নারীসহ আরও ছয়জন। তাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে অজ্ঞাত রোগের মৃত্যুর কারণ অনুসন্ধানে ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ সোমবার তানোরের বহরইল গ্রামের লোকজনের সঙ্গে কথা বলেছেন। তারা চিকিৎসাধীনদের সঙ্গে কথা বলেছেন। গত সপ্তাহের শনিবার নুরী বিবি, জনাব আলী ও চারদিনের এক শিশু মারা যায়। এর একদিন পর সোমবার সমসের আলী ও চলতি সপ্তাহের শনিবার রাহেলা বেগম মারা যান। আর গতকাল রবিবার মারা যান পল্লী চিকিৎসক ইমাম আলী বাবু। তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. রোজিয়ারা খাতুন জানান, রবিবার একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে অজ্ঞাত এ রোগে গত এক সপ্তাহে ছয়জনের মৃত্যু হয়েছে।
এদিকে, অজ্ঞাত রোগে এমন মৃত্যুর ঘটনা অনুসন্ধানে ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম রাজশাহী পৌঁছেছে। সোমবার তারা ওই গ্রাম পরিদর্শন করেন। জেলা প্রশাসক এসএম আবদুল কাদেরের নেতৃত্বে ওই চিকিৎসক দল গ্রামের মানুষের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষা করবেন। এরপরেই হয়তো জানা যাবে আসলে কি রোগে তারা মারা গেছেন। তানোর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বী বলেন, বহরইল গ্রামে এক সপ্তাহে ছয়জনের মৃত্যু ও বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির বিষয়টি নিয়ে আমারও চিন্তিত। মেডিকেল টিমও গ্রাম পরিদর্শন করেছেন। তবে এখনও জানা যায়নি মৃত্যুর কারণ। তবে ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক টিম এসেছে। তারা পরীক্ষ-নীরিক্ষার পর মৃত্যুর কারণ জানা যাবে।