নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিভিন্ন সময় লীগ জুড়ে দিয়ে গড়ে উঠেছে বহু সংগঠন। এবার সেই তালিকায় যোগ হয়েছে ফোর-জি লীগ নামের নতুন একটি সংগঠন। রাজশাহীর চারঘাটে এমন একটি সংগঠন গড়ে তুলেছেন স্থানীয় যুবকরা। নতুন গড়ে উঠা এই সংগঠনের প্রতি কেউ সরাসরি সম্মতির কথা না জানালে সূত্র জানায়, এতে সায় আছে স্থানীয় নেতাদের। সোমবার উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন এই ফোর-জি লীগের গতিও দেখেছেন চারঘাটের মানুষ। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, এমন গজিয়ে ওঠা সংগঠনের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে। দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও দলকে বিব্রত করার জন্য সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সোমবার এই ফোর-জি লীগ’র দেখে মেলে রাজশাহীর চারঘাটে। প্রথম ধাপে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসের সামনে শতাধিক অটোরিকশা ও মোটরসাইকেলের সামনে সাদা কাগজে কাল কালিতে ‘ফোর-জি লীগ’ লেখা দেখতে পাওয়া যায়। উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চারঘাট উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা দিতে এসেছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফকরুল ইসলামসহ অন্যান্য প্রার্থীরা। এ সময় প্রার্থীর নেতাকর্মীরা অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে তাদের নেতার সঙ্গে মিছিল করতে করতে সেখানে আসেন। সেখানে অটোরিকশা ও মোটরসাইকেলে ফোর-জি লীগ লেখা দেখতে পাওয়া যায়। তবে এই সংগঠন সম্পর্কে কিছুই বলতে চাননি তারা।