News71.com
 Bangladesh
 05 Mar 19, 02:46 PM
 1144           
 0
 05 Mar 19, 02:46 PM

দলীয় শৃংখলা ভঙ্গের কারনে সিরাজগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ৩ নেতা বহিষ্কার॥  

দলীয় শৃংখলা ভঙ্গের কারনে সিরাজগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ৩ নেতা বহিষ্কার॥   

নিউজ ডেস্কঃ দলীয় শৃংখলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ অঙ্গসংগঠনের তিন নেতাকে বহিষ্কার করেছে দলটি। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই বহিষ্কারাদেশ জানানো হয়। দল থেকে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতারা হলেন- রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন শোভন সরকার, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদি হাসান ইলিয়াস এবং রায়গঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য গোলাম হাসান সুমন সরকার।সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ এবং জেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক পৃথক বিবৃতিতে উপরোক্ত তিনজনকে সাময়িক বহিষ্কারের ঘোষণা দেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় রায়গঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ মার্চ আওয়ামী লীগের নির্বাচনী কর্মীসভায় বহিষ্কৃতরা অস্ত্রসন্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপির গাড়ি ভাংচুর করাসহ আওয়ামী লীগের ১৫জন নেতাকর্মীকে আহত করে। এ ঘটনায় ৬৮ জন এজাহার নামীয়সহ অজ্ঞাত হামলাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন