নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় কথিত সর্বহারা চরমপন্থি দুটি পক্ষের মধ্যে ‘গোলাগুলি’র সময় দুজন নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী দাবি করেছে, নিহতরাও চরমপন্থি।আজ শনিবার ভোররাতে উপজেলার ভবানীপুর বাজার সেতুর কাছে এ কথিত গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শামসুজ্জামান।নিহতরা হলেন লিটন (৪০) ও আফসার (৪৫)। তাদের সম্পর্কে আর কিছুই জানায়নি পুলিশ।
এএসআই আরো জানান, ভোরে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও পোস্টার উদ্ধার করা হয়েছে।মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান এএসআই।