নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার ইলেকট্রিনিক্স পণ্যের ব্যবসায়ী মিজানুর রহমানকে (৪০) কৌশলে ডেকে নিয়ে প্রাণণাশের ভয় দেখিয়ে দুই লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে নাটোরে এক নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারাকৃতরা হলেন- নাটোর সদর উপজেলার ফুলস্বর গ্রামের আফেজ উদ্দিনের ছেলে আবুল হোসেন (৩২), নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ফারুক হোসেন (২৮) , অর্জুনপুর গ্রামের হামিদ আলী আকন্দের ছেলে হোসেন আলী আকন্দ (৪০), রাজশাহীর চারঘাট থানার হলিদাগাছী গ্রামের মামুরুর রহমান বাবুর স্ত্রী শরিফা আক্তার সাথী (২৮) এবং শিবপুর গ্রামের জসীম উদ্দিনের ছেলে সিএনজি চালক নজু মিয়া (৩৫)। এসময় প্রতারকদের নিকট থেকে নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয় ।
আজ বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে আজ বুধবার সকালে প্রতারণার কাজে ব্যবহৃত সিএনজিসহ আবুল হোসেন, শরিফা আক্তার সাথী, ফারুক, হোসেন আলী ও নজুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে। তিনি আরও বলেন, এই ফিটিং পার্টি তাদের নারী সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা এই চক্রের সদস্যদের রিমান্ডে এনে আরও কয়টি এমন ঘটনা ঘটিয়েছে এবং আরও কারা তাদের সাথে জড়িত রয়েছে তা বের করার চেষ্টা করবো। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আনারুল ইসলামসহ অন্যান্যরা ।