নিউজ ডেস্কঃ রাজশাহীতে করোনা ও করোনা উপসর্গ নিয়ে একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনা পজিটিভ রোগী ছিলেন। অপর দুইজনের শরীরে করোনা উপসর্গ ছিল। তাদের নমুনা পরীক্ষা করা হয়নি। গতকাল শুক্রবার দিনের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয় । করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজন হলেন, রাজশাহীর তানোর পৌরসভার রায়তন আকচা এলাকার আলফাজ দেওয়ান (৪২) ও রাজশাহী মহানগরীর মথুরডাঙ্গা এলাকার জাহানারা বেগম (৬৫)। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজন হলেন, নওগাঁর পোরশার অধিবাসী আবদুল আজিজ (৪৫) ও রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকার দিলরোজ আরা (৬০)। এরমধ্যে দিলরোজ আরা রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ।