News71.com
 Bangladesh
 22 Sep 20, 10:04 PM
 689           
 0
 22 Sep 20, 10:04 PM

রাজশাহীতে এক শিশুর কিডনি কেটে ফেলার অভিযোগ এক চিকিৎসকের বিরুদ্ধে॥

রাজশাহীতে এক শিশুর কিডনি কেটে ফেলার অভিযোগ এক চিকিৎসকের বিরুদ্ধে॥

নিউজ ডেস্কঃ টিউমারের অস্ত্রোপচারের সময় রাজশাহীর একজন চিকিৎসকের বিরুদ্ধে একবছর বয়সী এক শিশুর কিডনি কেটে ফেলার অভিযোগ উঠেছে। শিশুটির বাবা উজ্জ্বল (৩০) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় লিখিতভাবে এ অভিযোগ দিয়েছেন। রোববার দুপুরে তিনি থানায় গিয়ে তিনি লিখিত অভিযোগ করেন।উজ্জ্বলের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বড়শিমলা গ্রামে। তার বাবার নাম নরেশ। আর অভিযুক্ত চিকিৎসকের নাম সৈয়দ সিরাজুল ইসলাম। তিনি রাজশাহী মেডিকেল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। গত ১৩ এপ্রিল রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় বেসরকারি রয়্যাল হাসপাতালে উজ্জ্বলের মেয়ে অনুর পেটে অস্ত্রোপচার করেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্ত্রোপচারের সময় কিডনি ফেলে দেয়ার বিষয়টি স্বীকার করেছেন ডা. সৈয়দ সিরাজুল ইসলাম। তিনি বলেন, টিউমার ছিল কিডনিতে। সেটা ক্যান্সার। সে কারণেই ফেলে দেয়া হয়েছে। আর অস্ত্রোপচারের সময় শিশুটির অভিভাবক যারা ছিলেন তাদের জানিয়ে অনুমতি নেয়া হয়েছে। তবে ওই সময় শিশুর বাবা উজ্জ্বল হাসপাতালে ছিলেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন