News71.com
 Bangladesh
 23 Sep 20, 10:47 AM
 804           
 0
 23 Sep 20, 10:47 AM

চুল কেটে ছাত্রী নির্যাতনের ঘটনায় নারী গ্রেফতার॥

চুল কেটে ছাত্রী নির্যাতনের ঘটনায় নারী গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ নওগাঁর নিয়ামতপুরে রাস্তা থেকে তুলে নিয়ে এক স্কুলছাত্রীর মাথার চুল কেটে নির্যাতনের ঘটনায় রুপালী (২২) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। ওই নারী প্রধান আসামি রায়হানের স্ত্রী। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ছাত্রীর চুল কেটে নির্যাতনের ঘটনায় গত সোমবার রাতে তার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ রায়হান (৩০) নামে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে পরে তার স্ত্রীকেও গ্রেফতার করা হলো। উল্লেখ্য, নওগাঁর নিয়ামতপুরে এক শিক্ষার্থীকে প্রায়ই উত্ত্যক্ত করত রায়হান নামে এক যুবক। একপর্যায়ে ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় রায়হানসহ কয়েকজন বখাটে। এরপর বাড়িতে নিয়ে গিয়ে তারা শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয় এবং শারীরিকভাবে নির্যাতন করে। চুল কাটার দৃশ্য মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন