News71.com
 Bangladesh
 23 Sep 20, 12:25 PM
 843           
 0
 23 Sep 20, 12:25 PM

পাবনায় পৌর আ.লীগ সদস্যকে কুপিয়েছে প্রতিপক্ষ॥

পাবনায় পৌর আ.লীগ সদস্যকে কুপিয়েছে প্রতিপক্ষ॥

নিউজ ডেস্কঃ পাবনায় শত্রুতার জেরে সুজানগরে রজব আলী প্রামাণিক (৪৫) নামে পৌর আওয়ামী লীগের এক সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। মঙ্গলবার (২২ সেপ্টম্বর) রাত ৯টার দিকে সুজানগর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের একেনের মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পৌর এলাকার সাত্তার প্রামাণিকের ছেলে রজব আলী এলাকার একেনের মোড়ে চায়ের দোকানে বসেছিলেন। এসময় স্থানীয় প্রতিপক্ষের ১০/১২ জনের একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো চাপাতি দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় আহত রজব আলীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। গুরুতর আহত রজব আলী আহত অবস্থায় ভিডিও বার্তার মাধ্যমে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের নাম জানিয়েছে বলে জানা যায়। হামলাকারী সন্ত্রাসীরা সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল ওয়াহাব গ্রুপের সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত রজব আলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন গ্রুপের সমর্থক বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন