News71.com
 Bangladesh
 26 Sep 20, 09:50 PM
 723           
 0
 26 Sep 20, 09:50 PM

সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন॥ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন॥ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে এক রাতে আট বাল্যবিয়ে বন্ধ করলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। একই সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ইউএনও মো. আনিসুর রহমান। এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে থেকে দিনগত রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব বিয়ে বন্ধ ও জরিমানা করেন তিনি। মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বেলকুচি পৌরসভা এলাকার চরচালা এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রী (১৪), গাড়ামাসি এলাকায় সপ্তম শ্রেণির ছাত্রী (১২), সন্ধ্যায় সুবর্ণসাড়া এলাকায় দশম শ্রেণির ছাত্রী (১৫), রাত ৮টার দিকে দৌলতপুর ইউনিয়নের পেস্তকপাড়া গ্রামে দশম শ্রেণির ছাত্রী (১৫), রাত ৯টার দিকে চন্দনগাঁতী এলাকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১৩), ১০টার দিকে একই এলাকার একাদশ শ্রেণির ছাত্রী (১৭) ও দিনগত রাতে ধুকুরিয়া বেড়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে সপ্তম শ্রেণির ছাত্রী (১২) ও দৌলতপুর ইউনিয়নের পেস্তকপাড়া গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রীর (১২) বাল্যবিয়ে বন্ধ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন