নিউজ ডেস্কঃ রাজশাহীর চারঘাট উপজেলায় ছুরিকাঘাত করে এক ভ্যান চালককে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম জালাল উদ্দিন। তার বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জালালের বাড়ি চারঘাটের ঝিকড়া গ্রামে। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গলাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত নিয়ে স্থানীয়রা জালাল উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, খবর পেয়েই তিনি নিহতের বাড়ি গিয়েছেন। কীভাবে, কারা খুন করেছে তা বিস্তারিত এখনও জানেন না। তবে স্থানীয়রা ধারণা করছেন, যারা জালালকে কুপিয়েছে তারা ভ্যানের যাত্রী ছিল। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে জানিয়ে ওসি বলেন, জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এনিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান চারঘাট পুলিশের এই কর্মকর্তা।