নিউজ ডেস্কঃ পাবনা সদরের পৌর এলাকার থানা পাড়া মহল্লায় চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় প্রতারণা করে আসছিল ইউনিওয়ার্ল্ড হেলথ সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। বুধবার (২১ অক্টোবর) রাতে সেখানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিক ও চেয়ারম্যান এম এ আকবরকে আটক করেছে পুলিশ। স্বাস্থ্য বিভাগের কোন অনুমোদন ছাড়াই দীর্ঘ এক বছরে ধরে স্বাস্থ্য সেবার নামে প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানটি। ঘটনাস্থলে উপস্থিত ভুক্তভোগীরা জানান, প্রায় এক বছর ধরে চার তলার তিনটি ফ্লাট ভাড়া নিয়ে সবার সামনে এমন প্রতারণার ফাঁদ খুলে বসেন শহরের নয়না মতি এলাকার ভুয়া চিকিৎসক আকবর হোসেন ও তার সহযোগীরা। বিবি দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পাশ করে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে উনানী ও অ্যালোপ্যাথিক পদ্ধতির চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন তিনি। আর এই কাজটি করতে রোগী ও ওষুধ বিক্রির জন্য আকর্ষণীয় বেতনের লোভ দেখিয়ে জামানত নিয়ে প্রায় অর্ধশত নারী পুরুষকে নিয়োগ দেয় ইউনিওয়ার্ল্ড হেলথ সার্ভিস নামের প্রতিষ্ঠানটি।