News71.com
 Bangladesh
 12 Dec 20, 10:54 PM
 612           
 0
 12 Dec 20, 10:54 PM

বগুড়ায় অভিনব কায়দায় সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই॥

বগুড়ায় অভিনব কায়দায় সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই॥

নিউজ ডেস্কঃ বগুড়ায় অভিনবভাবে প্রতারণা করে প্রায় সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। শনিবার দুপুর সাড়ে ১২টায় বগুড়া জেলা শহরের চেলোপাড়া মন্দিরের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তির নাম মো. রাফি ৩৫। তিনি সারিয়াকান্দি উপজেলা সদরের মেশিনারীজ ব্যবসায়ী। তার চোখে গুঁড়া মরিচ ছিটিয়ে দিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। বগুড়া সদর থানা পুলিশ কর্মকর্তারা জানান, রাফি প্রায় সাড়ে ৮ লাখ টাকা নিয়ে সিএনজিযোগে বগুড়া শহরের চেলোপাড়ায় আসেন। সেখানে সিএনজি থেকে নামার পরপরই দুই যুবক রাফির চোখেমুখে গুঁড়া মরিচ ছিটিয়ে দিয়ে হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। রাফি এসময় চোখে গুঁড়া মরিচ লেগে অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পরে তিনি স্বাভাবিক হলেও ছিনতাইকৃত টাকা উদ্ধার হয়নি। থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করে বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান এ ঘটনায় জড়িত সন্দেহে মো. বাবলা ২৫ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্ত শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন