News71.com
 Bangladesh
 19 Dec 20, 05:25 PM
 680           
 0
 19 Dec 20, 05:25 PM

বাগাতিপাড়ায় ভুয়া ডাক্তারের জেল।।ফার্মেসি মালিককে জরিমানা

বাগাতিপাড়ায় ভুয়া ডাক্তারের জেল।।ফার্মেসি মালিককে জরিমানা

নিউজ ডেস্কঃ নাটোরের বাগাতিপাড়ায় মো. আশরাফুল ইসলাম (৬০) নামে একজন ভুয়া এমবিবিএস চিকিৎসককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।একইসঙ্গে নিজ ফার্মেসিতে ভুয়া চিকিৎসক বসিয়ে সেবা দেওয়ার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করে টাকা নেওয়ার অপরাধে মো. আক্কাস মিয়া (৪৯) নামে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় চিকিৎসকের ব্যবহৃত কিছু উপকরণ জব্দ করা হয়। শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এর আগে দুপুর আড়াইটার সময় জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।  এসময় উপস্থিত ছিলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. রাজেস কুমার সাহা এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)।

দণ্ডপ্রাপ্ত মো. আশরাফুল ইসলাম সদর উপজেলার আহম্মদপুর চরতেবাড়িয়া গ্রামের বাসিন্দা ও আক্কাস আলী বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজারের একটি ফার্মেসিতে বসে রোগী দেখে আসছিলেন। এমবিবিএস
ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের প্রেসক্রিপসন করাসহ চোখের অপারেশন করতেন। আর আক্কাস আলী নিজ ফার্মেসিতে এই ভুয়া চিকিৎসককে বসিয়ে সেবা দেওয়ার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করে টাকা গ্রহণ করতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন