নিউজ ডেস্কঃ রাজশাহীতে চার কোটি টাকার হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। রোববার (২০ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই হেরোইন উদ্ধার করা হয়। বর্তমানে তাদের র্যাব-৫ কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র্যাবের হাতে আটক দুই শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক এলাকার মৃত সইবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (৫০) এবং অন্যজন রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া এলাকার গোলাম গাউসের ছেলে ওমর শরীফ রনি (৩০)। র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এটিএম মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে র্যাব সদস্যরা তাদের কাছ থেকে ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন। বর্তমানে যার আনুমানিক বাজারমূল্য চার কোটি ১৮ লাখ টাকা। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (২১ ডিসেম্বর) সকালে তাদেরকে কাশিয়াডাঙ্গা থানায় সোপর্দ করার কথা রয়েছে। র্যাবের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ঊর্ধ্বতন এই কর্মকর্তা।