নিউজ ডেস্ক: জয়পুরহাটের বাস-ট্রাক সংঘর্ষে ১২জন নিহতের রেস কাটতে না কাটতে এবার দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুশান্ত কুমার দাস (৩২) নামে এক গেটম্যান নিহত হয়েছেন। সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় ফুলবাড়ী পৌর শহরের রেলঘুন্টি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় ৫ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। ভোর ৭টায় নিহত সুশান্তের লাশ দুর্ঘটনা কবলিত ট্রাকের নিচ থেকে উদ্ধার করা হয়। নিহত গেটম্যান সুশান্ত কুমার দাস ঈশ্বরদী জেলার বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনায় ঘাতক ট্রাক চালক সাইদুল ইসলামকে (৩৪) আটক করেছে পুলিশ। ট্রাক চালক সাইদুল ইসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কফিলউদ্দিন মন্ডলের ছেলে।