নিউজ ডেস্কঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরে মিলেছে অজ্ঞাত নারীর মরদেহ। সোমবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার বহরমপুর গ্রামের একটি পুকুর থেকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স তার মরদেহ উদ্ধার করে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী এ তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে পুকুরে ওই নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা দুর্গাপুর থানায় জানান। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল রাতে মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত ওই নারীর কোন পরিচয় পায়নি পুলিশ। জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, মরদেহ উদ্ধার করে থানায় হাজতে রাখা হয়েছে। ওই নারীর পরিচয় জানতে আমরা খোঁজখবর নিচ্ছি।