নিউজ ডেস্কঃ রাজশাহীর বাগমারায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামসুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শামসুর রহমান জেলার দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার তাহেরপুর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। এছাড়া ট্রাকচালক আবদুল মজিদকে (৩৬) আটক করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উপজেলার তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, বুধবার বিকেলে শামসুর রহমান মোটরসাইকেল চালিয়ে তাহেরপুর থেকে নিজের বাড়ি যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৩টায় তাহেরপুর কলেজ গেটের অদূরে বুড়িবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে ট্রাকের নিচে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।