News71.com
 Bangladesh
 25 Dec 20, 02:27 PM
 587           
 0
 25 Dec 20, 02:27 PM

আবাসিক হল খোলার দাবিতে সোচ্চার রাবি শিক্ষার্থীরা॥

আবাসিক হল খোলার দাবিতে সোচ্চার রাবি শিক্ষার্থীরা॥

 

নিউজ ডেস্কঃ আবাসিক হল খুলে দিয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। গত সোমবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার অসমাপ্ত কোর্সের পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকেই এ দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। অসম্পন্ন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করলেও হল না খোলার সিদ্ধান্তে চরম বিড়ম্বনার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, হল না খুললে চরম ভোগান্তিতে পড়তে হবে তাদের। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বলছে, স্বাস্থ্যঝুঁকি এড়ানোর জন্যই এখনই আবাসিক হল খোলা সম্ভব হচ্ছে না।শিক্ষার্থীরা জানান, আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হলো। অথচ শিক্ষার্থীদের আবাসন ও অর্থনৈতিক দিকটি উপেক্ষিত। রাজশাহীর অধিকাংশ মেস মালিক সুযোগ সন্ধানী। হল না খুললে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা তাদের কাছে এক প্রকার জিম্মি হয়ে পড়বে। আর এই সুযোগে ভাল ব্যবসা করে নেবে মেস মালিকেরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল না খোলার সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেন শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন