News71.com
 Bangladesh
 02 Jan 21, 12:55 PM
 775           
 0
 02 Jan 21, 12:55 PM

রাজশাহীতে মদপানে তিনজনের মৃত্যু॥

রাজশাহীতে মদপানে তিনজনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ রাজশাহীতে মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া দুইজন সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন নগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল ২৮, জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল ২৫ এবং মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর ২৫। চিকিৎসাধীনরা হলেন মহানগরীর হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন ২৬ এবং একই এলাকার হাবিবের ছেলে কলপ ২২। এই দুইজন রামেক হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন